(part2) Like নাকি Love ???? কখন মানুষ রোমান্টিকতা অনুভব করে ???? রোমান্টিকতা আসলে কি ??? কখনই বা এর অনুভুতি জাগে ??? ভালোবাসা আর প্রেম কি একই ???

লিখেছেন লিখেছেন নান্দিনী ০১ মে, ২০১৬, ০৭:৫১:০৮ সন্ধ্যা

Love/ভালোবাসা হলো নিঃশর্ত ।

ভালোবাসা কোনো শর্ত মানে না,ভালোবাসায়

কোনো শর্ত থাকতে পারে না,যে ভালোবাসা

শর্তদ্বারা আবদ্ধ তা ভালোবাসা না,তা চুক্তি ।

কিছু শর্ত সাপেক্ষে চুক্তি বদ্ধ হওয়া ছাড়া আর

কিছুই না । ভালোবাসা পবিত্র,ভালোবাসা শাস্বত

(eternal) ।

আমাদের আশপাশে অনেকেরই বিয়ে হয়

পারিবারিকভাবে, বিয়ের পর একজন পুরুষ আর

একজন নারী একই সাথে জীবন যাপন

করেন,বিয়ের মাধ্যমে তারা একসাথে জীবন

যাপনে একিভূত হন,এটা আল্লাহ প্রদত্ত আইন ।

এই বিয়েতেও অনেক শর্ত,অনেক নিয়ম যা

বর্তমানে প্রচলিত,কিন্তু আসলেই কি এইসব

আল্লাহ প্রদত্ত বিয়ের রসম রেওয়াজের মধ্যে

পরে ?

দুজন সাবালক নারী পুরুষ নিজেদের মতামতের

ভিত্তিতে পবিত্র বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন,

১.এতে সাক্ষী থাকবেন,

২.মেয়ের ওলি বা ওকিল থাকবেন

৩.দেনমোহর থাকবে

মা বাবার মতামত তো অবশ্যই থাকবে

অতঃপর তারা নতুন জীবন শুরু করবেন,কতো

সহজ আর সুন্দর নিয়ম,কিন্তু বর্তমানে কি

হচ্ছে ???

আমি আর নাই বা বললাম,আপনারা ভালোই

জানেন ।

আল্লাহর বিধান বিয়ের মাধ্যেমে যখন দুজন নারী

পুরুষ দাম্পত্য জীবন শুরু করেন,তখন স্বয়ং

আল্লাহই তাদের মধ্যে পবিত্র ভালোবাসা সৃষ্টি

করে দেন । ভালোবাসার টানেই একজনের প্রতি

অন্যজনের এতো টান,এতো অনুভূতি ।

এদের শুরুটা কিন্তু চেনা জানা বা ভালোবাসাতে

ছিলো না,আমাদের মা বাবার কথা চিন্তা করলেই

আমরা দেখি ব্যপারটা।একজন উত্তম জীবন

সঙ্গি পাওয়ার জন্য অবিবাহিতদের দোয়া করা

উচিত,এটা আল্লাহর অনেক বড় নেয়ামত।

*****

কিছু কিছু ভালোবাসা আছে,যা নেতিবাচক

দৃষ্টিভঙ্গি থেকে শুরু হয়,আবার কিছু ভালোবাসা

আছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই শুরু হয়।ক্লাস

সেভেনে থাকতে আমার এক ক্লাসমেটের সাথে

টিফিন টাইমে চিরুনি নিয়া সামান্য কথা কাটাকাটি

হয়,এর পর থেকে ওকে আমি একদম সহ্য করতে

পারতাম না,আর ও আমাকে,,কিন্তু ভাগ্যের

পরিহাস,আজ দুই যুগেরও বেশি সময় ধরে ও

আমার ঘনিষ্ট বান্ধবী । বাকিটা ইতিহাস....

এমন ইতিহাস আমাদের সবার জীবনেই কম বেশি

আছে,আমার এমন আরো কয়েকটা ঘটনা আছে ।

আবার এমনও অনেকে আছেন,ছেলে গুন্ডা বা

মাস্তান টাইপ,মেয়েটা প্রথম দিকে রাজি ছিলো

না,শেষের দিকে মন গলতে শুরু করছে,এখন ঐ

গন্ডা ছেলের সব কিছুই ভালোলাগে

আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে যে ভালোবাসা

হতে পারে,এটা আর নাই বলি,সবাই এটা বেশ

ভালোই বুঝেন ।

.

ব্যতিক্রমও হয়,কাউকে প্রথম দেখাতে বা

পরিচয়ে খুব ভালো লাগলো,মনে হলো খুব

ভালোবেসে ফেলেছেন,কিন্তু ধীরে ধীরে যখন ঐ

ব্যক্তির নেগেটিভ দিকগুলা আপনার সামনে

প্রকাশিত হতে থাকবে,আর একটা সময় সৃষ্টি

হবে দূরত্ব,মনের দূরত্ব,ভালোলাগার

দূরত্ব,পরিশেষে ভালোবাসার দূরত্ব ।

আবার কাউকে তেমন ভালো লাগে না,তার ভালো

দিকগুলাও বিষের মতো লাগে,আপনি যখন ঐ

মানুষটার খারাপ দিক গুলা জানবেন,শুনবেন একটা

সময় অবচেতন মনেই ভাবনা উকি দিবে,"আচ্ছা

ভালো কিছু কি নাই ? দেখি তো কি কি ভালো

দিক আছে" আপনি নিজেও বুঝবেন না,জানবেন না

আসলেই কি ঘটে যাচ্ছে আপনার হৃদয়ে ।

"ভালোবাসার মানুষকে না পেয়ে জীবন দিয়েছে"

এমন সংবাদ আমরা হর হামেশাই শুনে

থাকি,প্রেমের মুভি,উপন্যাস,গল্প ইত্যাদিতে

এমন ঘটনা ঘটলে দর্শক বা পাঠক নায়ক নায়িকার

প্রতি খুবই বিচলিত হোন,সাহিত্যের ভাষায়

আমরা যাকে বলি "ট্রাজেডি" । যে গল্প/

উপন্যাসে ট্রাজেডি যত জীবন্তভাবে উপস্থাপন

করা হবে,তা ততোই দর্শক প্রিয়তা পাবে ।

আমাদের অবচেতন মনে এটাই গেঁথে

যাচ্ছে,ভালোবাসলে পেতেই হবে,নাইলে মরন ।

আমরা যুগ যুগ ধরেই ভালোবাসার এই ভুল

সংজ্ঞা দেখে আসছি,এই ভুল বর্ণনা পড়ে

আসছি,অথচ ভালোবাসার জ্বলন্ত উদাহরণ যে

আমাদের অতি নিকটেই অবস্থিত,তা ভেবেও

দেখছি না ।

"কেউ কাউকে ছাড়া বাঁচবে না" এটা একদম মিথ্যে

কথা, কারো জীবন বা মৃত্যু কারো জন্য হতে

পারে না, এটা একটা এডিকশন বা মস্তিষ্কের

রাসায়নিক বিক্রিয়ার ফল,যথা সময়ে সু চিকিত্সা

পেলে আশা করা যায় ভালো হয়ে যাবে ।

সবার উদ্দেশ্যে একটাই কথা,ভালোবাসুন,হ্যাঁ

ভালোবাসুন ।

ভালোবাসলে কারো কোনো ক্ষতি হয় না,হবেও

না ।

আপনি একজন কে ভালোবাসলে,আপনাকেও

অন্যজন ভালোবাসবে,ভালোবাসলেই পেতে

হবে,এই ধারনা থেকে বের হয়ে এসে মন প্রাণ

ভরে ভালোবাসুন । আপনজনদের

ভালোবাসুন,কাছের মানুষদের ভালোবাসুন । যে

মেয়েটা আপনার ঘরে এসেছে,তার আপন আপন

সব কিছু ছেড়ে,তাকে প্লীজ ভালোবাসতে

কার্পণ্য করবেন না,রাতে ঘুমুতে যাওয়ার

আগে,একটি বার তার চোখে চোখ রেখে বলুন

"ভালোবাসি"।

এতে বেচারি যে সুখটা পাবে,তা আপনি টাকা

দিয়েও কিনে দিতে পারবেন না ।

আর আপুরা প্লিজ,আপনার জীবন সঙ্গিকে

উজার করে ভালোবাসুন,এই ভালোবাসা অনেক

পবিত্র ।

তবে অবশ্যই,এমন ভালোবাসা বাসি করবেন না,যে

ভালোবাসা বাসি আল্লার অসন্তুষ্টির করান ।

1st part er Link-----

http://www.bdeditor.net/blog/blogdetail/detail/10431/Fahima%20Khan/76274#.VyYmIxx-6gg

বিষয়: বিবিধ

১৫৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367743
০২ মে ২০১৬ রাত ০৩:৪৫
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ মে ২০১৬ রাত ০৮:৩৯
307191
নান্দিনী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File